আমি প্রতিটি বাক্যকে ছোট ছোট করে বুঝিয়ে IELTS কে সহজ করে দেই। ক্যামব্রিজ 9 থেকে 15 প্রতিটি প্যাসেজ বুঝিয়ে দেই। লিসেনিং এ ট্রান্সক্রিপ্ট ধরে বুঝিয়ে দেই। আপনাকে আমি আপনার প্রত্যাশিত স্কোর না পাওয়া পর্যন্ত পড়াবো। আমি প্রতিদিন 7/8 ঘণ্টা পড়াই। রেগুলার ব্যাচে ক্রাস কোর্স করতে পারবেন। আপনি যত দুর্বলই হোন না কেন, আমার কাছে IELTS করে বুঝবেনই ইনশাআল্লাহ।
আমার কাছে পড়লে আপনাকে 400 বছর আগের ভোকাবুলারি পড়তে হবে না। আমার ব্যাপারটা ভিন্ন।। আমি ছাত্র-ছাত্রীদের পড়া খুব সহজভাবে বুঝিয়ে দিতে পারি।। ইংলিশ এর স্কিল তার ভিতরে গড়ে দেই। প্রতিদিন 7 থেকে 8 ঘণ্টা পড়লে আপনার স্কিল ডেভোলাপড হবেই। আমার বেশিরভাগ ছাত্র-ছাত্রীই অন্যান্য প্রতিষ্ঠান থেকে দু-একটা কোর্স করে তারপর আমার কাছে এসেছে। তারা সেখানে কোর্স করে যে শুধু তাদের টাকাই নষ্ট করেছে তেমনটা নয়, তারা তাদের মূল্যবান সময়টাও নষ্ট করেছে। আমার এখানে আসুন, দেখুন আমার ক্লাস, তারপর সিদ্ধান্ত নিন যে আমার এখান থেকে কোর্স করবেন কিনা।।
অনেকে হয়তো একটা ব্যাপার নিয়ে অভিযোগ করে থাকবেন কেনো আমি এতো বেশি কোর্স ফি (17500/) নেই? একটা বিষয় কি আমি যেমনটা স্টুডেন্টদেরকে সার্ভিস দেই আমি মনে করি সেই হিসেবে এটা খুব সামান্যই টাকা। আমি আপনাকে সময় দিব, শ্রম দিব, সর্বোপরি আপনার রেস্পন্সিবিলিটি আমি নিব। তার বিনিময়ে তো আমি আপনার কাছে কিছু পেতেই পারি ঠিক না? ছোট্ট একটা এক্সাম্পল দেই। একই ধরনের শার্ট আপনি গুলিস্তান থেকে নিলে একরকম প্রাইস। নিউ মার্কেট থেকে নিলে আরেকরকম। এবং আপনি সেই একই শার্ট যদি বসুন্ধরা সিটি থেকে নিতে চান তাহলে কিন্তু তার প্রাইস আলাদা। এখন আপনি কি বলতে পারেন একই শার্টের কেন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রাইস? আপনি কিন্তু বসুন্ধরা সিটি থেকে বেশি দাম দিয়ে নিচ্ছেন। কিন্তু আপনার মনে কিন্তু একবারও এই প্রশ্ন জাগছে না, কেন আমি গুলিস্তানে যেটা কম দামে পাওয়া যাচ্ছে, বসুন্ধরায় সেটার বেশি দাম দিচ্ছি? উত্তরটা কিন্তু সিম্পল, ট্রাস্ট। বসুন্ধরা সিটির টা আপনি ট্রাস্ট করতেছেন, যেখানে গুলিস্তানের জিনিসটাকে করছেন না।
আর একটা ব্যাপার বলি বেশির ভাগ ছাত্র-ছাত্রী আমাকে আমার কোর্স ফি (17500) এর থেকে কোর্স করে বেশি টাকা দিয়ে যায়।। এর কারণটা হচ্ছে সেটিসফেকশন। যেখানে আপনি আপনার কাঙ্খিত স্কোর পেলেন, আপনার সেটিসফেকশন আমি অর্জন করলাম তার বিনিময়ে আপনি খুশি হয়ে এক্সট্রা কিছু দিতেই চাইবেন। এরকম ঘটনা কোচিং এর বেলায় কখনোই হয় না।। আমি একরকম প্রাইভেট টিউটরের মতোই পড়াই। সো আর দেরী না করে চলে আসুন আমার প্রতিষ্ঠানে অথবা যোগাযোগ করুন।